অনলাইনে জমা দিন জমির খাজনা
ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি
ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে করতে হলে অবশ্যই প্রাথমিকভাবে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট land.gov.bd ভিজিট করে নাগরিক কর্নার থেকে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে একটি প্রোফাইল তৈরি করতে হবে। অতঃপর এন আইডি ভেরিফিকেশন এবং খতিয়ান যুক্ত করে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন।
অনলাইনে খাজনা দেওয়ার একদম সহজ পদ্ধতি হলো এটা। কাজকে একদম সহজে কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
প্রথম ধাপঃ ট্যাক্স একাউন্ট নিবন্ধন
অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য ভিজিট করতে হবে land development tax ওয়েবসাইটে। বাম পাশের মানুষ থেকে ” নাগরিক কর্নার” লিংকে যেতে হবে। এরপরের নিচের মত একটি রেজিস্ট্রেশন ফর্ম দেখা যাবে
আপনার একটি সচল মোবাইল নাম্বার প্রদান করুন। এবং যোগফলটি টাইপ করুন এরপরে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করুন। এরপরে আপনার কাছে একটি পাসওয়ার্ড চাওয়া হবে একাউন্টের সুরক্ষার জন্য। পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগইন করুন। এরপর আপনাকে বিস্তারিত প্রোফাইলে নিয়ে যাওয়া হবে।
দ্বিতীয় ধাপঃ এনআইডি ভেরিফিকেশন
এই ধাপে আপনাকে একাউন্টের পরিচিতি প্রদান করতে হবে, এজন্য আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি যাচাই করে নিতে হবে। বিভিন্ন প্রোফাইল থেকে বাম পাশে এনআইডি ভেরিফাই করুন অপশনে যেতে হবে।
আপনার ১৩ কিংবা ১৭ সংখ্যার এন আই ডি নাম্বার এবং আপনার সঠিক জন্ম তারিখ দিয়ে একাউন্টটি ভেরিফাই করে নিন।
তৃতীয় ধাপঃ খতিয়ান যুক্ত করুন
আপনার কর যোগ্য যে পরিমাণ জমি রয়েছে প্রত্যেকটির খতিয়ানের তথ্য আপনাকে প্রোফাইলে এড করতে হবে। জাতীয় পরিচয় পত্র ভেরিফিকেশন করার পরে প্রোফাইলের মেনু গুলো সব পরিবর্তন হয়ে যাবে, এখানে খতিয়ান নামক একটি অপশন খুঁজে পাওয়া যাবে। এবং অপশনে ক্লিক করে খতিয়ানের তথ্য যুক্ত করে নিতে হবে।
প্রথমে বিভাগ> জেলা> উপজেলা নির্বাচন করুন
এরপরে মৌজা নির্বাচন করুন, অর্থাৎ আপনার জমিটি ঠিক কোন মৌজায় অবস্থিত তা বাছাই করুন, খতিয়ানের উপরে মৌজা নম্বর লেখা থাকে।
এরপর সর্বশেষ খতিয়ান নম্বরটি উল্লেখ করুন,
যদি হোল্ডিং নম্বর জানা থাকে তাহলে টাইপ করুন,
এরপরে খতিয়ানের একটি স্ক্যান কপি আপলোড করতে হবে
এবং জমির মালিকের ধরন নিশ্চিত করতে হবে
উপরোক্ত তথ্যগুলো নিশ্চয়ন হয়ে গেলে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে এবং আপনার সমস্ত তথ্যগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ কিছুদিন পেন্ডিং থাকবে, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ আপনার তথ্য যাচাই বাছাই করে আপনার তথ্যগুলো এপ্রুভ দিয়ে দিবে। এরপর আপনি খাজনা পরিশোধ করার সুযোগ পাবেন। আপনার তথ্যটি অনুমোদন দেয়া হলে নিচের মত দেখা যাবে
চতুর্থ ধাপঃ কর পরিশোধ করুন
ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য বাম পাশের থেকে হোল্ডিং অপশনে ক্লিক করলে হবে। হোল্ডিং অপশন থেকে ” পদক্ষেপ বিস্তারিত ” লিংকে ক্লিক করতে হবে। এরপরে ভূমি উন্নয়ন কর পরিশোধ কিংবা খাজনা দেওয়ার জন্য বিস্তারিত ফরম চলে আসবে।
এই পেইজে আপনার ভূমি উন্নয়ন কর সংক্রান্ত অনেকগুলো তথ্য দেখতে পাবেন যেমন আপনার সর্বশেষ কর পরিশোধের তারিখ, আপনার মোট বকেয়া কর, এবং সর্বমোট পরিশোধযোগ্য করের পরিমাণ, এরপরে ভূমি উন্নয়ন কর পরিশোধের পদ্ধতি গুলো , পেমেন্ট মেথড যেমন এ চালান, মোবাইল ব্যাংকিং, ইত্যাদি।
আপনার কাছে সহজলভ্য যে পেমেন্ট মেথড রয়েছে আপনি সেটি দিয়ে খাজনা পরিশোধ করতে পারবেন।
পঞ্চম ধাপঃ রশিদ ডাউনলোড
ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ হয়ে গেলে তা প্রমাণস্বরূপ একটি রশিদ প্রদান করে ভূমি মন্ত্রণালয়, এটি আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন পরবর্তী যেকোনো কাজে ব্যবহার করার জন্য।
প্রোফাইলের মেনু থেকে “ দাখিলা” অপশনে গিয়ে আপনার এই পর্যন্ত যাবতীয় খাজনা দেওয়ার রশিদ গুলো দেখতে পাবেন। এরপর আপনি আপনার রশিদটি বাছাই করে “প্রিন্ট” লেখাতে ক্লিক করলে আপনার রশিদটি ডাউনলোড হয়ে যাবে।