ব্যবসায় পরিচালনার প্রধান আইনগত ভিত্তি হচ্ছে সরকার কর্তৃক অনুমোদন বা লাইসেন্স। বাংলাদেশে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন ধরনের লাইসেন্স/ ছাড়পত্র কিংবা অনুমতির প্রয়োজন হয়। লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা দেশের প্রচলিত ব্যবসায় আইনের লংঘন এবং বিপদে পড়ে জেল-জরিমানা সহ হেনস্থা হওয়ারও সম্ভবনা থাকে। এরই প্রেক্ষিতে ain-esheba.com বাংলাদেশে বিভিন্ন ধরনের লাইসেন্স গ্রহণের জন্য যাবতীয় লাইসেন্সিং পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছে।
.

ain-esheba.com নিন্মোক্ত লাইসেন্স গ্রহণে উদ্যোক্তাদের পরামর্শ ও সহায়তা প্রদান করে-

-ট্রেড লাইসেন্স
-ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন নম্বর রেজিস্ট্রেশন
-ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি)
-এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি)
-বিজিএমইএ মেম্বারশিপ সার্টিফিকেট
-চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সার্টিফিকেট
-পরিবেশ ছাড়পত্র
-ফায়ার লাইসেন্স
-বিএসটিআই
-সিএনজি লাইসেন্স
-বিস্ফোরক লাইসেন্স
-বয়লার লাইসেন্স
-কলকারখানা অনুমোদন
-বন্ডেজ ওয়্যারহাউজ
-এসিড লাইসেন্স
-বিইআরসি লাইসেন্স
-ফিনটেক লাইসেন্স
-পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও)
-পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি))
-বিটিআরসি শর্টকোড
-বিটিআরসি ভ্যাস লাইসেন্স
-নিরাপত্তা রক্ষী ব্যাবসায় লাইসেন্স

উক্ত সার্ভিস ছাড়াও আপনার ব্যবসায়ের উপযোগী অন্য যেকোন লাইসেন্স সংক্রান্ত পরামর্শের প্রয়োজনে আমাদের সাথে লাইভ চ্যাট বা হোয়াটসঅ্যাপ হটলাইনে কথা বলতে পারেন। 

সেবা নিতে যোগাযোগ করুন

আপনার প্রয়োজনীয় সেবাটি নিতে এক্ষুণি “সেবা নিন” বাটনে ক্লিক করুন।