Blog

হজ্ব ও ওমরা লাইসেন্স

হজ্জ ও উমরাহ এজেন্সি লাইসেন্স আবেদনর নিয়ম
হজ ও উমরাহ এজেন্সির লাইসেন্স পেতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ বর্তমানে বাংলাদেশের ধর্মমন্ত্রনালয় এর কাছে নির্ধারণ ফর্মে, আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম-
লাইসেন্স এর জন্য প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে হবে। এবং ফর্মে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় এটি লিখতে হবে।
প্রতিষ্ঠানের স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। অর্থাৎ,  লাইসেন্স দেয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লোকেশন ভিজিট করতে গেলে, যেখানে আপনার এজেন্সির সন্ধান পাওয়া যাবে।
এরপর স্বত্বাধিকারী বা মালিকের জাতীয় পরিচয়পত্রের নম্বর, ও ফর্মে উল্লেখ করা যাবতীয় তথ্য, পরিচয়পত্র এর মত হুবহু দিতে হবে।
অনেক সময়ে দেখা যায়, একটি ট্রাভেল এজেন্সির একাধিক মালিক থাকে, সেক্ষেত্রে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের কপি অ্যাটাচ করতে হবে। এবং একাধিক মালিকের বিষয়টি ফর্মে উল্লেখ করে দিতে হবে।
আপনারর আগের কোনো হজ্জ ও উমরাহ এজেন্সি আছে কিনা সেটা নাম, লাইসেন্স, ঠিকানা, আয়তন কত বর্গফুট এসব সহ উল্লেখ করতে হবে।
তবে বর্তমান আইন অনুসারে একাধিক হজ্জ এজেন্সি খোলার উপরে কিছু নিয়ম রয়েছে।
এক্ষেত্রে আপনার এজেন্সির কাগজপত্র গুলো জমা দিতে হবে
আলদা একটি বক্সে এজেন্সির সনদ নম্বর, ট্রেড লাইসেন্স নম্বর, আয়কর সনদ, সিভিলি অ্যাসোসিয়েশন সনদ, বাড়িভাড়া চুক্তিপত্র এসব যোগ করতে হবে।
এরপর আপনার এজেন্সি তে কর্মরত সকল কর্মচারী, কর্মকর্তা দের নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করতে হবে। আপনার যেহেতু আগে থেকেই একটি ট্রাভেল এজেন্সি চালানোর অভিজ্ঞতা থাকবে, এসব নথি সংগ্রহ করা কঠিন কিছু হবে না।
এপ্লিকেশনের সাথে আপনার ৪ কপি বর্তমান ছবি এটাচ করে দিতে হবে ।
এছাড়াও ফর্মে আপনার অফিসের আসবাবপত্রের একটি তালিকা থাকতে হবে।
আবেদনপত্রে আপনার নিজস্ব ফোন নম্বর এবং আপনার এজেন্সির অফিশিয়াল ফোন  নম্বর এড করতে হবে।
এজেন্সির যদি কোনো পেইজ, ওয়েবসাইট, ই মেইল অ্যাড্রেস থাকে সেগুলোও অবশ্যই উল্লেখ করে দিতে হবে।
এছাড়াও কোনো জামানতের ডকুমেন্টস, ফি, বিল পরিশোধের রশিদ, সাপোর্টিং ডকুমেন্টস ইত্যাদি সব জমা করতে হবে।
তবে শুধু উমরাহ এজেন্সি সনদ পেতে চাইলে, অতিরিক্ত কিছু তথ্য দরকার হবে, যেমন – আই এ টি এ (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) এর মেম্বারশিপ সার্টিফিকেট থাকতে হবে।
আপনি যদি ওপরের নিয়মকানুন গুলো অনুসরণ করে আবেদন করেন, এবং আপনার সকল তথ্য ভ্যালিড হয়, তাহলে খুব দ্রুত ধর্ম মন্ত্রণালয় থেকে আপনাকে জামানতের টাকা পাঠাতে বলা হবে এবং লাইসেন্স এর অনুমতি চলে আসবে।
জামানতের টাকার পরিমান টি আপনার অফিসের ধরন, অভিজ্ঞতা, সার্ভিসের ওপর ভিত্তি করে বিভিন্ন এমাউন্টের হতে পারে। মনে রাখবেন, হজ্জ ও উমরাহ এজেন্সি লাইসেন্স এর জন্য যেকোনো সময়ে আবেদন করলেই হবে না, ধর্ম মন্ত্রণালয়ের নোটিশ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
হজ্জ ও উমরাহ লাইসেন্স আবেদনের ঠিকানা
হজ্জ কিংবা উমরাহ এজেন্সির লাইসেন্স পেতে ও আবেদন করতে হলে, আপনাকে সরাসরি গিয়ে তাদের অফিসে আবেদন জমা দিতে হবে। এক্ষেত্রে অনলাইনে লাইসেন্স আবেদন করার কোনো রকম সুযোগ নেই। তবে, যেকোনো বিষয়ে জানতে তাদের হেল্প ডেস্ক এর ফোন নাম্বার ও ই মেইল অ্যাড্রেস এ যোগাযোগ করা যাবে।
অফিসে ঠিকানা:
বাংলাদেশ হজ্জ ব্যবস্থাপনা (Bangladesh Hajj Management
ধর্ম মন্ত্রণালয় (Ministry of Religious Affairs)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *