কিভাবে করবেন বিডা সনদ
বিডা সনদঃ
বাংলাদেশে রপ্তানীমুখী বা যে কোন ধরণের কারখানা দিতে গেলে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের সনদ দরকার হয়।বলা যায় বিডা সনদ রপ্তানীমুখী বা যে কোন শিন্প কারখানার জন্য আবশ্যকীয় একটা সনদ। এখানে বিডা সনদ নেয়ার উপায় তুলে ধরা হলো।
- ১. শিল্প নিবন্ধনঃ ৫০ কোটি টাকা পর্যন্ত মূলধন বিশিষ্ট বিদ্যমান অথবা প্রস্তাবিত স্থানীয় শিল্পের নিবন্ধন
প্রয়োজনীয় কাগজপত্র/দলিলাদিঃ
১. শিল্প প্রকল্প নিবন্ধনের জন্য কোম্পানির নিজস্ব প্যাডে উপ-পরিচালক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ , বিভাগীয় কার্যালয়, সিলেট বরাবরে আবেদনপত্র
২. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের শিল্প নিবন্ধনের পূরণকৃত আবেদন ফরম – ২ কপি
৩. পাবলিক/প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ইনকোরপোরেশন সার্টিফিকেটসহ মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অব এসোসিয়োশন, অংশীদারী প্রতিষ্ঠান হলে রেজিস্টার্ড অংশীদারী চুক্তি এর সত্যায়িত কপি- ১ কপি
৪. প্রকল্প ব্যয় ১০ কোটি টাকার ঊর্ধ্বে হলে প্রজেক্ট প্রোফাইল- ২ কপি
৫. বিনিয়োগকারী(পরিচালক/উদ্যাক্তা/অংশীদারদের তালিকা-নাম ও ঠিকানা, পদবী, জাতীয়তা)-কোম্পানির প্যাডে-৩ কপি
৬. সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/কমিশন/সংস্থার অনুমতি/ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
৭. প্রকল্প জমির মালিকানার রেজিস্টার্ড দলিল(নিজস্ব জমি হলে)/ইজার বা ভাড়াকৃত হলে ভাড়াচুক্তি নামা এর দলিল- ১ কপি
৮. স্থানীয় ভাবে সংগৃহীতব্য/সংগৃহীত যন্ত্রপাতির তালিকা (যন্ত্রের বিবরণ, সংখ্যা, মূল্য টাকা ও ইউস ডলার)- কোম্পানির প্যাডে- ৩ কপি
৯. আমদানিকৃত/আমদানিতব্য যন্ত্রপাতির তালিকা (ধরন, সংখ্যা, মূল্যসহ)- কোম্পানির প্যাডে- ৩ কপি
১০. ট্রেড লাইসেন্স এর অনুলিপি- ১ কপি
১১. টিআইএন সনদপত্রের অনুলিপি- ১ কপি
১২. ব্যাংক ঋণ দ্বারা গৃহীত প্রকল্পের ক্ষেত্রে ব্যাংকের ঋণ অনুমোদন পত্র- ১ কপি
প্রয়োজনীয় ফিঃ
“বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ”এর বরাবরে নিবন্ধন ফি এর পে অর্ডার/ব্যাংক ড্রাফট। নিবন্ধন ফিঃ (টাকায়) প্রকল্প মূল ধন ১০ কোটি পর্যন্ত হলে ৫০০০, ১০-২৫ কোটি হলে ১০০০০, ২৫-৫০ কোটি হলে ২৫০০০, ৫০-১০০ কোটি হলে ৫০০০০ এবং ১০০ কোটির বেশি ১০০০০০ টাকা
কার্যসম্পাদনঃ পূর্ণাঙ্গ আবেদন জমা দেয়ার ১০ দিনের মধ্যে২. শিল্প নিবন্ধন সংশোধনঃ
প্রয়োজনীয় কাগজপত্র/দলিলাদিঃ
১. আবেদন পত্র
২. নিবন্ধন সনদের কপি
৩. হালনাগাদ ট্রেড লাইসেন্স
৪. হালনাগাদ টিআইএন
প্রয়োজনীয় ফিঃ
“বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ” বরাবর পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে নিবন্ধন সংশোধন ফি- ১০০০/- টাকা
কার্যসম্পাদনঃ পূর্ণাঙ্গ আবেদন জমা দেয়ার ১০ দিনের মধ্যে৩. মূলধনী যন্ত্রপাতি(Capital Machinery) ছাড়করণের সুপারিশপত্রঃ
প্রয়োজনীয় কাগজপত্র/দলিলাদিঃ
১. আবেদন পত্র
২. নিবন্ধন সনদের কপি
৩. এলসি, ইনভয়েস, বিল অফ ল্যাডিন/এয়ার ওয়ে বিল/কনসাইনমেন্ট নোট এর কপি
প্রয়োজনীয় ফিঃ প্রযোজ্য নয়
- কার্যসম্পাদনঃ পূর্ণাঙ্গ আবেদন জমা দেয়ার ১০ দিনের মধ্য